5-th Chapter Flashcards
একজন সুস্থ সবল পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে কত গ্রাম চর্বির প্রয়োজন?
৫০-৬০ গ্রাম
স্নেহ জাতীয় খাদ্যের মুখ্য কাজ কি?
তাপ উৎপাদন করা
এক শর্করার উদাহরণ কি?
গ্লুকোজ (মধু, ফলের রস)
দি শর্করার উদাহরণ কি?
সুক্রোজ ও ল্যাকটোজ (চিনি ও দুধ)
নাইট্রোজেন ছাড়াও আমিষে অন্যান্য কি উপাদান রয়েছে?
১.ফসফরাস
২.সালফার
৩.আয়রন
কোনটি কোষ প্রাচীরের মধ্যে অবস্থান করে?
বোরন
প্রোটিন, হরমোন ও ভিটামিনের গাঠনিক উপাদান কোনটি?
সালফার
কোনটির অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়?
লৌহ
কোনটির অভাবে পাতার রং হলুদ হয়ে যায়?
নাইট্রোজেন ও পটাশিয়াম
কোন উপাদানটির অভাবে পাতা বেগুনি হয়ে যায়?
ফসফরাস
কোন উপাদানটির ঘাটতি খালি চোখে বোঝা যায় না?
ফসফরাস
কোনটি বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য আবশ্যক?
মলিবোডেনাম
টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন?
কপার
সাইটোক্রোমের গাঠনিক উপাদান কোনটি?
লৌহ
বায়বীয় শ্বসন কোনটির ওপর নির্ভরশীল?
লৌহ
কোনটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয়
ফসফরাস
কোষ বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কে
পটাশিয়াম
পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কোনটির গুরুত্ব অপরিসীম?
পটাশিয়াম
আমি সে কত ভাগ নাইট্রোজেন থাকে
১৬
পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের কত ভাগ পানি
৫০℅ থেকে ৬৫%
রাফেজ মূলত কি
কোষ প্রাচীরের সেলুলোজ ও লিগনিন
সেলুলোজ কোন ধরনের শর্করা
জটিল সরকার
সুষম খাদ্যের উপাদান কয়টি
ছয়টি (Analogy: উপন্যাসের উপাদান ছয়টি)
INFS পূর্ণরূপ কি
The Institute of Nutrition and Food Science