chapter one Flashcards
ূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান (75 cards)
কবে মোহাম্মদ আলী জিন্নাহ মুস্লিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন?
১৯৩৭ সালে
কে মুসলিম লীগের ভাষা উর্দু এর বিরোধিতা করেন?
শেরেবাংলা একে ফজলুল হক
কবে পাকিস্তান নামক রাষ্ট্রের প্রতিষ্ঠা নিশ্চিত হয়ে যায়?
১৯৪৭ এর এপ্রিল এ
পাকিস্তানের ভাষা নিয়ে বিতর্ক কবে পুন্রায় শুরু হয়?
১৯৪৭ এর এপ্রিলে
কত তারিখে চৌধুরী খালিকুজ্জামান উর্দু কে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা প্রস্তাব দেন?
১৯৪৭ সালের ১৭ মে
কে জুলাই মাসে উরদুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন?
আলীগড় বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড। জিয়াউদ্দীন আহমদ
কোন কোন বুদ্ধিজীবী এই প্রস্তাবের বিরোধিতা প্রবন্ধ লিখে জানান?
আব্দুল হক, ড মুহম্মদ শহীদুল্লাহ, আবুল মন্সুর আহমদ, ড মুহাম্মদ এনামুল হক
কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গড়ে ওঠে?
ঢাকা বিশবিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেমের নেতৃত্বে
তমদ্দুন মজলিশ কবে গঠিত হয়?
২রা সেপ্টেম্বর ১৯৪৭
কবে উক্ত সংগঠনের যুবকরমী সম্মেলন হয়?
৬-৭ সেপ্টেম্বর
৬-৭ সেপ্টেম্বর এ কী হয়?
বাংলাকে শিক্ষা এবং আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ
১৯৪৭ সালের ডিসেম্বর এ করাচিতে অনুষ্ঠীত শিক্ষা সম্মেলনে কী হয়?
উরদুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়
কবে প্রথম ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়?
১৯৪৭ এর ডিসেম্বর এ
কবে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উরদু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যাবহার এর দাবি জানান?
১৯৪৮ এর ২৫ ফেব্রুয়ারী
তার দাবী অগ্রাহ্য হলে কবে ঢাকায় ধরমঘট পালিত হয়?
২৬ ও ২৯ ফেব্রুয়ারী
কবে কোথায় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ পুনর্গঠিত হয়?
২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে
কারা ১১ মার্চ ‘বাংলা ভাষা দাবি দিবস’ পালনের ঘোষনা দেয়?
রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ
এ কর্মসূচি পালনে কারা বিশেষ ভূমিকা পালন করে?
পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ [১৯৪৮ এর ৪ঠা জানুয়ারী প্রতিষ্ঠিত]
১৯৪৮ এর ১১ মার্চ কি হয়?
মিছিল ও পিকেটিং করা অবস্থায় অন্তত ৬৯জন গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকায় কবে ধর্মঘট পালিত হয়?
১২-১৫ মার্চ
বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দীন কী করেন?
১৫ মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদএর সাথে ৮ দফা চুক্তিতে স্বাক্ষর করেন
কবে পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসেন?
১৯৪৮ এর ১৯ মার্চ
কবে তিনি বলেন উরদু এবং একমাত্র উরদু ই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা?
২১ মার্চ রেসকোর্সে জনসভায়
কবে আবার তিনি অনুরূপ ঘোষণা দেন?
২৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে