মুক্তিযুদ্ধ-৩ Flashcards

1
Q

বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়-

A

কলকাতা।

১৯৭১ সালের ১৮ এপ্রিল সার্কাস অ্যাভিনিউ, কলকাতার পাকিস্তান ডেপুটি হাইকমিশন অফিসের সব বাঙালি কর্মকর্তা–কর্মচারী একযোগে আনুগত্য প্রকাশ করেছিল বাংলাদেশ সরকারের প্রতি এবং ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হোসেন আলীর নেতৃত্বে উড়ানো হয়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী কে ছিলেন?

A

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

মুক্তিযুদ্ধের সমর্থক ছিল এমন ফরাসি দার্শনিক

A

আঁন্দ্রে মারলো।

আঁন্দ্রে মারলো ডিএসও ছিলেন একজন ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, শিল্পকলা তাত্ত্বিক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক-

A

সৈয়দ আলী আহসান।

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান।

☑ জাতীয় সঙ্গীত:

✔ জাতীয় সঙ্গীত- আমার সোনার বাংলা’র প্রথম দশ চরণ। “আমার সোনার বাংলা”গানটির রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর (১৯০৫ সাল)।

✔ রচনার প্রেক্ষাপট: বঙ্গভঙ্গ আন্দোলন।

✔ গানটি নেওয়া হয়েছে: রবীন্দ্রনাথের ‘গীতাবিতান’ কাব্যগ্রন্থের স্বরবিতান কাব্য থেকে।

✔ সর্বপ্রথম প্রকাশিত হয় : বঙ্গদর্শন পত্রিকায় (১৯০৫)।
✔ গানটিতে প্রাধান্য পায় : বাংলার প্রকৃতির কথা।
✔ গানটির ইংরেজি অনুবাদক : সৈয়দ আলী আহসান।

✔ মোট চরণ: ২৫টি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি মূল কবিতার প্রথম ১০টি চরণ এবং কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় প্রথম ৪টি চরণ।

✔ জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়: ৩ মার্চ, ১৯৭১ সালে।

✔ সরকারিভাবে গৃহীত হয়: ১২ জানুয়ারি, ১৯৭২ সালে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশেকে স্বীকৃতি দিয়েছিল?

A

ইরাক।

আরব ভূখণ্ডের দেশ হিসেবে প্রথম ইরাক ৮ জুলাই ১৯৭২।

☑ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশসমূহ:

প্রথম দেশ - ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১, সকালে)।
দ্বিতীয় দেশ - ভারত (৬ ডিসেম্বর ১৯৭১, দুপুরে)।
প্রথম এশীয় মুসলিম দেশ- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (২৫ ফেব্রু. ১৯৭২)।
প্রথম আরব দেশ এবং প্রথম মধ্যপ্রাচ্যের দেশ - ইরাক (৮ জুলাই ১৯৭২)।
প্রথম মুসলিম দেশ/ আফ্রিকান দেশ/অনারব মুসলিম দেশ - সেনেগাল (১ ফেব্রু.১৯৭২)।
প্রথম ইউরোপের দেশ - পূর্ব জার্মানি (১১ জানুয়ারি ১৯৭২)।
প্রথম সমাজতান্ত্রিক দেশ- পূর্ব জার্মানি।
প্রথম আমেরিকান দেশ – কানাডা।
প্রথম ওশেনিয়া (অস্ট্রেলিয়া মহাদেশের) দেশ – টোঙ্গা।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী সর্বশেষ দেশ -ব্রুনাই।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপিত হয়েছে?

A

দিল্লি বিশ্ববিদ্যালয়।

দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, থাইল্যান্ড
ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাজিল সাস্কাচুয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা ইত্যাদি

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

সেক্টর নং ৮-এর সেক্টর কমান্ডার ছিলেন-

A

লে. কর্নেল আবু ওসমান চৌধুরী।

সেক্টর নং ৮-এর সেক্টর কমান্ডার ছিলেন-লে. কর্নেল আবু ওসমান চৌধুরী।

✔ ১ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর জিয়াউর রহমান, মেজর রফিকুল ইসলাম।
✔ ২ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর খালেদ মোশাররফ, মেজর এ টি এম হায়দার।
✔ ৩ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর কে এম শফিউল্লাহ, মেজর এ এন এম নুরুজ্জামান।
✔৪ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর সি আর দত্ত, এ রব।
✔ ৫ নং সেক্টর: সেক্টর কমান্ডার- মেজর মীর শওকত আলী।
✔ ৬ নং সেক্টর: সেক্টর কমান্ডার-উইং কমান্ডার এম কে বাশার।
✔ ৭ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর নাজমুল হক, মেজর এ রব, মেজর কাজী নুরুজ্জামান।
✔ ৮ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মনসুর।
✔ ৯ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর আবদুল জলিল, মেজর জয়নাল আবেদীন।
✔ ১০ নং সেক্টর: সেক্টর কমান্ডার ছিলনা।
✔ ১১ নং সেক্টর: সেক্টর কমান্ডার-মেজর এম আবু তাহের, ফ্লাইট লে এম হামিদুল্লাহ।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

আত্মসমর্পণের পর পাক সেনাদের নিরাপত্তার জন্য ভারতে যুদ্ধবন্দি হিসেবে নেয়া হয়। ১৯৭২ সালের ২ জুলাই মিসেস ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো কোন চুক্তির মাধ্যমে বন্দি পাকিস্তানি সেনাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়?
0/1

A

সিমলা চুক্তি।

আত্মসমর্পণের পর পাক সেনাদের নিরাপত্তার জন্য ভারতে যুদ্ধবন্দি হিসেবে নেয়া হয়। ১৯৭২ সালের ২ জুলাই মিসেস ইন্দিরা গান্ধী ও জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তির মাধ্যমে বন্দি পাকিস্তানি সেনাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়।

যুদ্ধবন্দীদের মুক্তি এবং ভারত -পাকিস্তানের স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ২ জুলাই ভারতের সিমলায় ঐতিহাসিক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বীরত্বের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের?

A

অস্ট্রেলিয়ার।

বিদেশিদের মধ্যে একমাত্র বীরপ্রতীক খেতাবে ভূষিত হন উইলিয়াম ওডারল্যান্ড।তিনি নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করলেও, তার জাতীয়তা অষ্ট্রেলীয়। তিনি ২ নং সেক্টরে যুদ্ধ করেন।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

অসমাপ্ত আত্মজীবনী’র ইংরেজি অনুবাদ করেছেন

A

ফকরুল আলম।

ইংরেজি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’-র অনুবাদক ড. ফকরুল আলম। ২০১২ সালের ১৮ই জুন বাংলা সংস্করণের সাথে এটিও প্রকাশিত হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

আমার দেখা নয়া চীন ‘’ কার রচনা?

A

বঙ্গবন্ধু।

'’আমার দেখা নয়া চীন’’ ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথম দিকের গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে একটি ডায়েরির পুস্তকি রূপ। এটি বঙ্গবন্ধুর রচিত ৩য় গ্রন্থ। জন্মশতবর্ষকে কেন্দ্র করে ২০২০ সালে বাংলা একাডেমি প্রকাশ করে।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

কোন পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ উপাধি দিয়েছিলেন?

A

নিউজ উইকস।

নিউজউইক ম্যাগাজিন ১৯৭১ সালের ৫ এপ্রিল তাদের প্রচ্ছদজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে লিড নিউজে তাকে অভিহিত করে ‘পয়েট অব পলিটিক্স’ বা ‘রাজনীতির কবি’ হিসেবে। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের জন্যই তাকে এ উপাধি দেওয়া হয়।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?

A

লে.কর্নেল আব্দুর রব।

স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে.কর্নেল আব্দুর রব। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন এম.এ. জি.ওসমানী।
ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন এ. কে. খন্দকার এবং খালেদ মোশাররফ ছিলেন ২ নং সেক্টর কমান্ডার

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

কারাগারের রোজনামচা উল্লেখপূর্বক এদেশ হতে বিরোধী দল মুছে যেত-

A

তফাজ্জল হোসেন মাণিক মিয়া ও ইত্তেফাক না থাকলে।

কারাগারের রোজনামচা উল্লেখপূর্বক এদেশ হতে বিরোধী দল মুছে যেত তফাজ্জল হোসেন মাণিক মিয়া ও ইত্তেফাক না থাকলে। ‘‘কারাগারের রোজনামচা’’ বইটি লিখেছেন বঙ্গবন্ধু।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?

A

ক্যাপ্টেন এ কে খন্দকার।

বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকারের বিমান বাহিনীর প্রধান ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

বীরের প্রত্যাবর্তন’ ভাস্কর্যটি কোথায় স্থাপিত?

A

সোইলমাদ গ্রাম, ভাটারা, বাড্ডা, ঢাকা।

বীরের প্রত্যাবর্তন গুলশান দুই নম্বর ঘেঁষে ভাটারা ইউনিয়নে অবস্থিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে এলাকাটি ছিল গুরুত্বপূর্ণ এক অঞ্চল। মোজাম্মেল হক বীরপ্রতীকের উদ্যোগে স্থাপিত হয়েছে ভাস্কর্যটি। বীরের প্রত্যাবর্তন’ ভাস্কর্যটির ভাস্কর সুদীপ্ত মল্লিক

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
17
Q

মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ও বিভাগ ছিল কতটি?

A

১২টি।

☑ মুজিবনগর সরকার মন্ত্রণালয়:

মুজিবনগর সরকারের মোট মন্ত্রণালয় ও বিভাগ ১২টি। সচিব ছিল: ১০ জন।
অর্থ সচিব ছিল: খন্দকার আসাদুজ্জামান। পররাষ্ট্রসচিব: জনাব মাহবুবুল আলম চাষী। কেবিনেট সচিব ছিলেন এইচ টি ইমাম।

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
18
Q

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?

A

১৭ মার্চ, ১৯২০ খ্রিষ্টাব্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ তারিখে ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমান গোপালগঞ্জ জেলা) টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭ মার্চ ছিল বুধবার

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
19
Q

১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল

A

জয় বাংলা।

সাপ্তাহিক জয়বাংলা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি সাপ্তাহিক পত্রিকা

20
Q

বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?

A

১৯৭৩, আলজিয়ার্স।

প্রথমবারের মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের NAM (Non - Aligned Movement) এর চতুর্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

21
Q

মুক্তিযুদ্ধকালীন ভ্রাম্যমান রাষ্ট্রদূত ছিলেন-

A

আব্দুস সামাদ আজাদ।

মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ছিলেন আবদুস সামাদ আজাদ, নূরুল কাদির, আবু সাঈদ চৌধুরী প্রমুখ।

22
Q

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় কত সালে?

A

২০১২।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশিত হয় ১৮ জুন ২০১২। প্রকাশক হলো ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মতিঝিল, ঢাকা’। রচনাকাল ১৯৬৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত । ঢাকা কেন্দ্ৰীয় কারাগারে থাকা অবস্থায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি লেখেন।

23
Q

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন?

A

বিচারপতি আবু সাঈদ চৌধুরী।

ঊনসত্তরের গণ - অভ্যুত্থানের পর ইয়াহিয়া খানের সামরিক সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছিলেন।

24
Q

মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?

A

১২ এপ্রিল, ১৯৭১।

৪ এপ্রিল বেসরকারিভাবে বাংলাদেশ বাহিনী গঠিত হয়। ১১ এপ্রিল এ বাহিনীকে সম্প্রসারণ করে পুনর্গঠন করা হয়। এরপর ১২ এপ্রিল লেফটেন্যান্ট কর্ণেল এম. এ. রবকে চিফ অব স্টাফ করে আনুষ্ঠানিকভাবে এ বাহিনীর কার্যক্রম শুরু করা হয় এবং একই সাথে কলকাতার ৮ নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর স্থাপিত হয়।

25
Q

কোন বীরশ্রেষ্ঠের দেহবিশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?

A

সিপাহী হামিদুর রহমান।

সিপাহী হামিদুর রহমানকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

সিপাহী হামিদুর রহমান হচ্ছেন সর্বকনিষ্ঠ শহিদ বীরশ্রেষ্ঠ। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার জন্মস্থান ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে। তিনি ২ নং সেক্টরে যুদ্ধে করেন। শহিদ হন ১৮ এপ্রিল, ১৯৭১ সালে।

২০০৯ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ রাইফেলসের একটি দল ত্রিপুরা সীমান্তে হামিদুর রহমানের দেহাবশেষ গ্রহণ করে এবং ১১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে।

26
Q

কে বীরশ্রেষ্ঠ নন?

A

মুন্সী আব্দুর রহিম।

মুন্সী আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন।

☑️ সাত জন বীরশ্রেষ্ঠ :

✔️ মুন্সি আব্দুর রউফ- পদবী: ল্যান্স নায়ক।
✔️ মোঃ মোস্তফা কামাল- পদবী : সিপাহী।
✔️ মতিউর রহমান- পদবী : ফ্লাইট ল্যাফটেন্যান্ট।
✔️ নূর মোহাম্মদ শেখ- পদবী : ল্যান্স নায়ক।
✔️ হামিদুর রহমান- পদবী: সিপাহী।
✔️ রুহুল আমিন- পদবী: স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার।
✔️ মহিউদ্দিন জাহাংগীর- পদবী: ক্যাপ্টেন।

27
Q

লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?

A

২৩-২৪ ফেব্রুঃ ১৯৭৪।

বঙ্গবন্ধু লাহোরে অনুষ্ঠিত OIC এর ২য় শীর্ষ সম্মেলনে যোগদান করেন ২৩ - ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪। আর OIC (Organisation of Islamic Cooperation ইসলামী সহযোগিতা সংস্থা) ২য় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২২ থেকে ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে।

28
Q

বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?

A

২৩ মে, ১৯৭৩।

১৯৭২ সালের ১০ অক্টোবর ফিনল্যান্ডের হেলসিংকিতে অবস্থিত ‘বিশ্ব শান্তি পরিষদ’ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদকে ভূষিত করে।

২৩ মে ১৯৭৩ বিশ্বশান্তি পরিষদের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত এশীয় শান্তি সম্মেলনে বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ পদক পরিয়ে দেয়া হয়।

29
Q

পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?

A

২২ ফেব্রুয়ারি, ১৯৭৪।

পাকিস্তান ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৪ সালে লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের নিকট থেকে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আদায় করে নেন।

30
Q

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল?

A

সোভিয়েত ইউনিয়ন।

☑️ মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা:

✔️ ৩ এপ্রিল সোভিয়েত প্রেসিডেন্ট পদোপানি গণহত্যা বন্ধের জন্য ইয়াহিয়াকে চিঠি দেন।

✔️ ভেটো প্রদান: জাতিসংঘে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে রাশিয়া ৩ বার ভেটো প্রদান করে।

৪ ডিসেম্বর, ১৯৭১- মার্কিন প্রস্তাব: মার্কিন প্রতিনিধি সিনিয়র বুশ ‘যুদ্ধবিরতির প্রস্তাব দেয়”। • এর বিপক্ষে ভোট দেয়: রাশিয়া ও পোল্যান্ড। • ভোটদানে বিরত থাকে: ইংল্যান্ড ও ফ্রান্স।

৫ ডিসেম্বর, ১৯৭১-সোভিয়েত প্রস্তাব: পূর্ব পাকিস্তানে এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে বর্তমান
সংঘাত ও পাক বাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ হয়। প্রস্তাব সমর্থন করে: পোল্যান্ড কিন্তু বিপক্ষে ভোট দেয়: চীন। একই দিনে আরও ৮টি দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের পক্ষে নিরাপত্তা পরিষদে আর একটি প্রস্তাব উত্থাপিত হয়। প্রস্তাবটি মার্কিন প্রচারের অনুরূপ হওয়ায় সোভিয়েত ইউনিয়ন দ্বিতীয়বার ভেটো প্রদান করে।

১৩ ডিসেম্বর, ১৯৭১-নিরাপত্তা পরিষদের মূলতবী বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে সোভিয়েত ইউনিয়ন ৩য় বারের
মতো ভেটো দেয়।

31
Q

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হযেছে?

A

পঞ্চম তফসিল।

আমাদের সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ অনুযায়ী, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিল দ্বারা আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

✔️ পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।

✔️ ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।

✔️ সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র

32
Q

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?

A

সপ্তম।

স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের সপ্তম তফসিলে সংযোজন করা হয়েছে।

✔️ পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।

✔️ ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।

✔️ সপ্তম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

33
Q

পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ কোন সময়ের স্লোগান?

A

১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের সময়ের

34
Q

১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটির আয়োজক কে?

A

ছাত্রলীগ।

১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটির আয়োজক ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন ছাত্রলীগের তখনকার সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ। সভাপতিত্ব করেন ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকী

35
Q

মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেন কত জন প্লাটুন সদস্য?

A

১২ জন।

১৯৭১ সালের ১৭ই এপ্রিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর ১২ জন সদস্য মুজিবনগর সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

36
Q

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে?

A

আলমগীর কবির।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির।

হুমায়ূন আহমেদ নির্মিত মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি ও শ্যামল ছায়া। মুক্তিযুদ্ধের ওপর নির্মিত আবার তোরা মানুষ হ চলচ্চিত্রটি নির্মাণ করেন খান আতাউর রহমান। স্বাধীনতা যুদ্ধ নিয়ে সুভাষ দত্ত নির্মাণ করেন অরুণোদয়ের অগ্নিসাক্ষী।

37
Q

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে কোথায় সমাহিত করা হয়?

A

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ১৯৭১ সালের ২০শে আগস্ট পশ্চিম পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতের উদ্দেশ্যে আসার পথে সিন্ধুর বেদিনে বিমান বিধ্বস্ত হয়ে মারা যান।

তখন তাকে পশ্চিম পাকিস্তানের মশরুর বিমান ঘাটিতে সমাহিত করা হয়।

শাহাদতের ৩৫ বছর পর ২০০৬ সালের ২৪শে জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে দেশে এনে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবি কবর স্থানে পুনঃসমাহিত করা হয়।

38
Q

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কত নং সেক্টরে যুদ্ধ করেন?

A

৮ নং সেক্টর।

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ৮ নং সেক্টরের বয়রা সাব-সেক্টরে যুদ্ধ করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর পাক বাহিনীর সাথে সম্মুখ সমরে তিনি শাহাদাত বরণ করেন। তাকে যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

☑️ বীরশ্রেষ্ঠদের যুদ্ধকালীন সেক্টর:

✔️ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১ নং সেক্টর।
✔️ সিপাহী মোস্তফা কামাল : ২ নং সেক্টর।
✔️ সিপাহী হামিদুর রহমান : ৪ নং সেক্টর।
✔️ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭ নং সেক্টর।
✔️ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮ নং সেক্টর।
✔️ ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০ নং সেক্টর
✔️ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

39
Q

অস্থায়ী প্রবাসী সরকার কলকাতা থেকে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করে কবে?

A

২২ ডিসেম্বর, ১৯৭১।

১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করে।
এই সরকারের অস্থায়ী সদরদপ্তর স্থাপন করা হয় ৮, থিয়েটার রোড, কলকাতায়।

দীর্ঘ নয় মাসের সশ্বস্ত্র সংগ্রামের পর ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে যৌথবাহিনীর নিকট আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। এতে করে ২২ ডিসেম্বর ১৯৭১ অস্থায়ী প্রবাসী সরকারের সদস্যরা কলকাতা থেকে ঢাকায় প্রত্যাবর্তন করে দেশের শাসনভার গ্রহণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।

40
Q

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

A

সৈয়দ মঈনুল হোসেন।

বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মঈনুল হোসেন।
এটি ঢাকার সাভারে অবস্থিত। ১৯৭২ সালে এটির নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে তৃতীয় পর্যায়ের কাজ সম্পন্ন হয়।

জাতীয় স্মৃতিসৌধে সাতটি ফলক রয়েছে বাঙালি মুক্তি সংগ্রামের সাতটি অধ্যায়কে (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭১) নির্দেশ করে।

এটির উচ্চতা ১৫০ ফুট। জাতীয় স্মৃতিসৌধ সম্মিলিত প্রয়াস নামে পরিচিত।

41
Q

পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল’ গানটির গীতিকার কে?

A

গোবিন্দ হালদার।

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল রক্তলাল’ গানটির গীতিকার গোবিন্দ হালদার। এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়।

গোবিন্দ হালদারের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে: এক সাগর রক্তের বিনিময়ে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি৷

42
Q

A State Is Born প্রামাণ্যচিত্রের নির্মাতা কে?

A

জহির রায়হান।

A State Is Born মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে জহির রায়হান এটি নির্মাণ করেন।

মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য প্রামাণ্যচিত্রের মধ্যে রয়েছে: Stop Genocide (জহির রায়হান), Innocent Millions (বাবুল চৌধুরী), Liberation Fighters (আলমগীর কবির), মুক্তির গান (তারেক মাসুদ), Nine Months To Freedom (এস সুখদেব), ১৯৭১ (তানভীর মোকাম্মেল), স্মৃতি একাত্তর (তানভীর মোকাম্মেল), Deadline Bangladesh (গীতা মেহতা)

43
Q

স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে?

A

অধ্যাপক এম. ইউসুফ আলী।

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এই অনুষ্ঠানে অধ্যাপক এম. ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।

এর আগে ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৮ এপ্রিল এই সরকারের সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

44
Q

মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে?

A

আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে।

☑️ এই সরকারের গঠন:
রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম।
প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী : আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান।
অর্থ-বাণিজ্য মন্ত্রী : এম মনসুর আলী।
পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমেদ।

45
Q

মুক্তিযুদ্ধ চলাকালে কোন শহরে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়?

A

নিউইয়র্ক।

১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।

কনসার্ট ফর বাংলাদেশ এর মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর। তার আহবানে সাড়া দিয়ে মার্কিন ব্যান্ডদল বিটলসের জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ এই কনসার্টে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।

46
Q

কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
0

A

প্রথম ৪টি।

কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম ৪ চরণ বাজানো হয়।

বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা ‘কবিতার প্রথম ১০ চরণকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয় এবং তা গৃহীত হয় ১৯৭২ সালের ১৩ জানুয়ারি। জাতীয় সঙ্গীত পরিবেশনের বিধান অনুযায়ী কণ্ঠে গাইতে গেলে দশ চরণ আর যন্ত্র সঙ্গীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হবে।