Chapter-5 Flashcards
যোজ্যতা/যোজনী ইলেকট্রন কাকে বলে?
একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে শেষ শক্তিস্তরে বা যোজ্যতা স্তরে যত গুলো ইলেকট্রন পাওয়া যায় তাদেরকে যোজ্যতা, ইলেকট্রন বলে।
অধাতুর যোজনী নির্ণয় করতে কত থেকে যোজতা e- বাদ দিতে হয়?
৮
যোজনী কাকে বলে?
অণু গঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয়।
পরিবর্তনশীল যোজনী কাকে বলে?
যেসব মৌলের একাধিক যোজনী থাকে, তাকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন Fe এর যোজনী ২ ও ৩। তাই Fe এর যোজনী পরিবর্তনশীল।
Si যোজনী কত?
4
C যোজনী কত?
2,4
P যোজনী কত?
3,5
N যোজনী কত?
3,5
S যোজনী কত?
2,4,6
Hund এর নীতিটি ব্যাখ্যা কর
প্রায় সমশক্তির অরবিটাল গুলোতে ইলেকট্রন একটি করে প্রবেশ করবে এরপর যদি ইলেকট্রন অবশিষ্ট থাকে তবে একই দিক থেকে বিপরীত দিক দিয়ে প্রবেশ করবে।
Au এ যোজনী কত
1,3
Sn এ যোজনী কত
2,4
Hg এ যোজনী কত
1,2
যৌগমূলক কাকে বলে?
এক বা একাধিক মৌলের কতিপয় পরমাণু একত্রে যুক্ত হয়ে যে পরমাণুগুচ্ছ গঠন করে, যা একটি পরমাণুর বা আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূক বা র্যাডিকেল বলে।
আয়নিক বন্ধন কাকে বলে?
ধাতু ও অধাতু পরষ্পরের সাথে ইলেকট্রেন আদান-প্রদান বা বিনিময় করে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে।
সমযোজী বন্ধন কাকে বলে?
দুইটি অধাতুর পরমাণু পরস্কারের সাথে ইলেক্ট্রন শেয়ার বা ভাগাভাগি করে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে।
পোলারিটি কাকে বলে?
সমযোজী অণুর দুইটি পরমাণুর তড়িত ঋণাত্মকতার পার্থক্যের কারণে আংশিক ধবনাত্বক চার্জের প্রান্ত ও আংশিক ঋণাত্বক চার্জের প্রান্ত সৃষ্টি হওয়ার ধর্মকে পোলারিটি বলে
সোডিয়ামের গলনাংক ও স্ফুটনাঙ্ক কত
801.C and 1465.C