Chapter-9 Flashcards
(19 cards)
এসিড কাকে বলে?
যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন দান করে তাদেরকে এসিড বলে ইহা দুই প্রকার জৈব এসিড, অজৈব এসিড
জৈব এসিড কাকে বলে?
শাক-সবজি ফলমূলের ভিতরে যে সকল এসিড পাওয়া যায় তাদের জৈব এসিড বলে| এরা দুর্বল এসিড বলে এদের খাওয়া যায়
অজৈব এসিড কাকে বলে?
যে সকল এসিডের মধ্যে খনিজ উপাদান থাকে তাকে অজৈব এসিড বলে
দুর্বল বা মৃদু এসিড কাকে বলে?
যে সকল এসির জলীয় দ্রবণে আংশিক দ্রবীভূত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাকে দুর্বল এসিড বলে যেমন কার্বোটিক এসিড (H2CO3)ও সকল জৈব এসিড
ইথানয়িক এসিডকে পানিতে দ্রবীভূত করলে কয় অনু ইথানয়িক এসিড বিয়োজিত হয়?
২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথারয়িক এসিডকে পানিতে দ্রবীভূত করলে মাত্র ৪ অনু ইথানয়িক এসি পানিতে দ্রবীভূত হয় বাকি ৯৯৬ টি অদু অবিয়োজিত থেকে যায়
লঘু এসিড ও গাঢ় এসিড কাকে বলে?
লঘু এসিড: যে এসিডে পরিমাণ বেশি থাকে তাকে লঘু এসিড বলে
গারো এসিড: যে এসিডে পানির পরিমাণ কম থাকে তাকে গারো এসিড বলে
এসিড সক্রিয় ধাতু বা ধাতুর কার্বনেট বা বাই কার্বনেটের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
এসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে
এসিড ধাতুর কার্বনেট বা বায় কার্বনেট এর সাথে বিক্রিয়া করে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস তৈরি করে
বিশুদ্ধ এসিড কেন এসিডের ধর্ম প্রদর্শন করে না?
বিশুদ্ধ এসিড আণবিক অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকে না এজন্য এদের মধ্যে এইচ প্লাস আয়ুর অনুপস্থিত এজন্য এরা এসিডের ধর্ম প্রদর্শন করে না
দুর্বল ক্ষার অ্যামোনিয়াম যৌগের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে?
দুর্বল ক্ষার এমনোনিয়াম যৌগের সাথে বিক্রিয়া করে লবণ পানি ও এমোনিয়া গ্যাস উৎপন্ন করে
PH কাকে বলে?
একটি দ্রবণে H+ ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম মালিক কে PH বলে
নির্দেশক কাকে বলে?
যে সকল পদার্থ নিজের বর্ণ পরিবর্তন করে কোন পদার্থ অম্লীয় দা ক্ষারীয় তা উল্লেখ করতে পারে তাকে নির্দেশক বলে
ইউনিভার্সাল ইন্ডিকেটর কাকে বলে?
বিভিন্ন এসিড ক্ষার নির্দেশকের মিশ্রণ কে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে
খড় পানি ও মৃদু পানি কাকে বলে?
পানিতে Mg, Ca, Fe ধাতুর ক্লোরাইড, সালফেট, বাই-কার্বনেট লবণ যুক্ত থাকলে এতে সাবান মেশালে সহজে ফেনা উৎপন্ন হয় না একে খড় পানি বলে
যে পানিতে সাবান মেশালে সহজে ফেনা উৎপন্ন হয় তাকে মৃদু পানি বলে
খরতা কাকে বলে ?
পানিতে Mg, Ca, Fe ধাতুর ক্লোরাইড সালফেট বাই কার্বনেট লবণ যুক্ত থাকলে পানিতে সাবান যোগ করলে ফেনা তৈরি হয় না পানির এরূপ ধর্মকে খরতা বলে
অস্থায়ী ও স্থায়ী খরতা কাকে বলে?
অস্থায়ী খরতা: পানিতে Mg, Ca, Fe ধাতুর বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে যে খরতার সৃষ্টি হয় তাকে অস্থায়ী খরতা বলে
স্থায়ী খরতা: পানিতে Mg, Ca, Fe ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ যুক্ত থাকলে যে খরতার সৃষ্টি হয় তাকে স্থায়ী ক্ষমতা বলে
স্থায়ী ও অস্থায়ী খরতা কি দ্বারা দূর করা যায়?
অস্থায়ী খরতা: অস্থায়ী খড় পানিকে ফুটিয়ে এর খরতা দূর
করা যায় স্থায়ী ক্ষমতা: স্থায়ী খড় পানিতে দ্রবনীয় বাই কার্বনের যোগ করে অদ্রবনীয় কার্বনেট পরিণত করার মাধ্যমে খরতা দূর করা যায়
BOD কাকে বলে?
BOD এর পূর্ণরূপ হল Biological oxygen demand অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা এক লিটার লিটার পানিতে উপস্থিত সকল জৈব দূষক গুলোকে ব্যাকটেরিয়ার মত অনুচিত দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেন লাগে তাকে BOD বলে
COD কাকে বলে?
COD এর পূর্ণরূপ হল Chemical oxygen demand.রাসায়নিক অক্সিজেনের চাহিদা|লিটার পানিতে উপস্থিত সকল জৈব ও অজৈব দূষক গুলোকে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে COD বলে
ফিটকিরি কাকে বলে?
২৪ অনু পানি যুক্ত পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেটকে ফিটকিরি বলে এর আপেক্ষিক আণবিক ভর 948