Chapter-6 Flashcards
মোল কাকে বলে?
পদার্থের যে পরিমানে অ্যাভোগেড্রোর সংখ্যক বা 6.023×10^23 টি অণু বা পরমাণু বা আয়ন আছে তাকে মোল বলে।
মোলার আয়তন কাকে বলে?
1 মোল গ্যাসীয় পদার্থ বা 22.4 Litre গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ঐ গ্যাসের মোলার আয়তন বলে।
STP বলতে কী বোঝ?
STP এর পূর্ণরূপ Standard Temperature and Pressure. এর অর্থ আদর্শ বা প্রমান তাপমাত্রা ও চাপ। সাধারণত 0°C বা 273K তাপমাত্রাকে প্রমাণ তাপমাত্রা বলে। আবার এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm চাপকে আদর্শ চাপ বলে।
NTP বলতে কী বোঝ?
Normal Temparature and Pressure. এর অর্থ স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। সাধারণত 25°C তাপমাত্রাকে স্বাভাবিক তাপমাত্রা এবং 1 atm চাপকে স্বাভাবিক চাপ বলে।
Be এর আপেক্ষিক পারমানবিক ভর কত?
9
N এর আপেক্ষিক পারমানবিক ভর কত?
14
Cl এর আপেক্ষিক পারমানবিক ভর কত?
35.5
Cu এর আপেক্ষিক পারমানবিক ভর কত?
63.5
শতকরা সংযুক্তি কাকে বলে?
একটি যৌগের 100gm এর মধ্যে উপাদান মৌলগুলোর পরিমানকে শতকরা সংযুক্তি বলো
স্থূলসংকেত কাকে বলে?
যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকে স্থূলসংকেত বলে।
আনবিক সংকেতের কাকে বলে?
যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয় তাকে আণবিক সংকেত বলো
ইথআইন বা অ্যাসিটিলিনের সংকেত কি?
C2H2
বেনজিনের সংকেত কি?
C6H6