Chapter-8 Flashcards
বন্ধন শক্তি কাকে বলে
বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে অন্য একটি পরমাণু যে আকর্ষণ শক্তি দ্বারা যুক্ত আছে তাকে বন্ধন শক্তি বলে
আন্ত আণবিক আকর্ষণ শক্তি কাকে বলে
সমযোজী যৌগের অণুগুলো একে অপরের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে তাকে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বলে
ক্যালরি কাকে বলে
এক গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপ শক্তি লাগে তাকে ক্যালরি বলে
জুল কাকে বলে
এক নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি এক মিটার সরণ ঘটে তবে তাকে জুল বলে
এক ক্যালরি সমান কত জুল
4.2
জীবাশ্ম জ্বালানি কাকে বলে
উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভের তাপে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় একে জীবাশ্ম জ্বালানি বলে
ফটোকেমিক্যাল ধোয়া কাকে বলে
যানবাহন থেকে নির্গত কার্বন-মনোক্সাইড (CO), নাইট্রাস অক্সাইড(N2O), অব্যবহৃত মিথেন গ্যাস(CH4) সূর্যের আলোর উপস্থিতিতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিকর গ্যাসে পরিণত হয় একে ফটোকেমিক্যাল ধোঁয়া বলে
ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন ?
ইথানল আরেক নাম ইথাইল অ্যালকোহল এর সংকেত (C2H5OH) এটির ভিতর কার্বন ও হাইড্রোজেন রয়েছে তাই এটি একটি জৈব যৌগ এটিকে অন্যান্য জীবাশ্ম জ্বালানির মত জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় তাই এটিকে জৈব জ্বালানি বলে একটি পোড়াবার ভয় নেই কারণ এটিকে বারবার উৎপাদন করা যায় উত্তর আমেরিকার অনেক দেশে পেট্রোলের সাথে ইথানল ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে আমেরিকায় পেট্রোলের সাথে ১০% ব্যবহার করা বাধ্যতামূলক
ওজোন স্তর কি?
বায়ুমণ্ডলে অক্সিজেনের স্তরকে ওজন স্তর বলে এটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশে বাধা প্রদান করে ফলে আমরা ক্যান্সার ও জটিল চর্মরোগ থেকে রক্ষা পায় এজন্য এটিকে সূর্যের আলোর ছাঁকনি বলে
বৈশ্বিক উষ্ণায়ন কি?
কার্বন-ডাই-অক্সাইড ও কিছু গ্যাসের অস্বাভাবিক তাপ ধারণ ক্ষমতার কারণে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে এর ফলে মেরু অঞ্চলের বড় গলে যাচ্ছে সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বলে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি হচ্ছে এর ফলে নিচু সমতল ভূমির দেশগুলো ডুবে যাচ্ছে
গ্রীন হাউস ইফেক্ট কাকে বলে?
কার্বন-ডাই-অক্সাইডের অস্বাভাবিক তাপ ধারণ ক্ষমতার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে একই গ্রীন হাউস ইফেক্ট বলে এবং কার্বন ডাই অক্সাইড হাউস গ্যাস বলে
তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে ?
যে যন্ত্র রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে অথবা বিদ্যুশক্তিকে রাসায়নিক শক্তি রূপান্তর করে তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে
গ্যালভানিক কোষ কাকে বলে?
যে কোষ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে তাকে গ্যালভানিক কোষ বলে
তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে ?
যে কোষ বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে
বিদ্যুৎ পরিবাহী কাকে বলে?
যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বলে এরা দুই প্রকার
ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে?
যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে ইলেকট্রনীয় পরিবাহী বলে যেমন সকল ধাতু ও গ্রাফাইট
তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে?
যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তবে গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন ঘরে এবং এদের রাসায়নিক পরিবর্তন ঘটে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে যেমন সকল এসিড ক্ষার লবণের দ্রবণ ও আয়নিক যৌগ. এরা দুই প্রকার
তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে তাকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন সকল আয়নিক যৌগ
দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে?
যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বাদ্য বিভক্ত অবস্থায় সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে না তাকে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে যেমন পানি দুর্বল অ্যাসিড
তড়িৎদ্বার বা ইলেকট্রোড কাকে বলে?
তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে ধাতব দন্ডদ্বয় বা গ্রাফাইট দ্বন্দ্বদয় যোগ করা হয় তাকে তড়িৎদার বা ইলেকট্রন বলে দুই প্রকার
অ্যানোড ও ক্যাথোড কাকে বলে?
অ্যানোড: যে তড়িৎদ্বার ব্যাটারির ধরাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যেখানে জারন বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বলে
ক্যাথোড: যে তড়িৎদ্বার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলে
নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া কাকে ?
যে নিউক্লিয়ার বিক্রিয়ায় বড় ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙ্গে ছোট নিউক্লিয়াসের পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলে এটি একটি চেইন বিক্রিয়া তাই এতে যে তাপ উৎপন্ন হয় তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় পারমাণবিক বোমা তৈরিতে এটি ব্যবহৃত হয়
নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কাকে বলে?
যে নিউক্লিয়ার বিক্রিয়ায় ছোট মৌলের নিউক্লিয়াস গুলো পরস্পর যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস পরিণত হয় তাকে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলে এটি একটি চেইন বিক্রিয়া নয় তাই এতে যে তাপ শক্তি উৎপন্ন হয় তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় না হাইড্রোজেন বোমা তৈরিতে ব্যবহৃত হয়
চেইন বিক্রিয়া কাকে বলে?
যে বিক্রিয়া চলমান রাখার জন্য বাইরে থেকে কোন শক্তি প্রয়োগ করতে হয় না তাকে চেইন বিক্রিয়া বলে এজন্য নিউক্লিয়ার ফ্যাশন বিক্রিয়া একটি চেইন বিক্রিয়া